নিজস্ব সংবাদদাতা: দাসপুর থানার বেলিয়াঘাটায় সাইকেল চালককে পিষে দিল লরি। ঘটনাস্থলেই সাইকেল চালকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নাম মনা আলু। দাসপুরের গাদি ঘাটে বাড়ি। তিনি দাসপুরের একটি মিষ্টি দোকানে কাজ করতেন। এই মাত্র দুর্ঘটনাটি ঘটেছে।
বেলিয়াঘাটায় দুর্ঘটনা, মূত ১






