নিজস্ব সংবাদদাতা: হাওড়া থেকে ঘাটালের দিকে আসা শেষ বাসটি (মা শীতলা) গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে। জিয়াখালিতে। বাসটি কিছুক্ষণ আগে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নেমেগিয়েছে বলে জানা গিয়েছে। কতজন আহত হয়েছে তা এখনও জানা যায়নি।
ঘাটাল মুখী শেষ হাওড়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে










