এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের প্রাক্তন চেয়ারম্যান মারা গেলেন

Published on: February 10, 2020 । 2:04 PM

নিজস্ব সংবাদাতা:ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মায়া ঘোষ প্রয়াত হলেন। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭৯ বছর। সিপিএম প্রতীকে ১৬ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত মায়াদেবী   ১৯৮১-১৯৮৫ টার্মে ঘাটাল পুরসভার চেয়ারম্যান ছিলেন। তিনি ঘাটাল পুরসভার প্রথম মহিলা চেয়ারম্যান তো বটেই এই রাজ্যেরও তিনিই ছিলেন প্রথম মহিলা চেয়ারম্যান। সিপিএম নেতা উত্তম মণ্ডল বলেন, মায়াদেবী বরাবরই সিপিএমের নেতৃত্ব দিতেন।  ১৯৮১ সাল ২০০০ সাল পর্যন্ত ১৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলার ছিলেন।

মায়াদেবীর শ্বশুর বাড়ি ১৫ নম্বর ওয়ার্ডে। ঘাটালের  বর্তমান চেয়ারম্যান বিভাস ঘোষের জ্ঞাতি। ২০০২ সাল পর্যন্ত মায়াদেবী ঘাটালেই ছিলেন। তারপর তিনি হাওড়ার শিবপুরে ছোট ছেলের কাছে চলে যান। সেখানেই আজ ১০ ফেব্রুয়ারি সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now