এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে অদ্ভুত দর্শন বাছুর

Published on: February 12, 2020 । 7:15 PM

শ্রীকান্ত ভুঁইঞা (জগন্নাথপুর): দাসপুর থানা এলাকার এক ব্যক্তির বাড়িতে অদ্ভুতদর্শন বাছুরের জন্মকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল। বাছুরটি আর পাঁচটি বাছুরের মতো দেখতে হলেও তার একটি পা বেশি। মানে পাঁচটি পা। ১০ ফেব্রুয়ারি ওই থানার কাশীনাথপুর গ্রামের বাসিন্দা গোবিন্দ সামন্তের একটি গাই গরুর ওই বাছুরটি হয়েছে। বাছুর হওয়ার পর দেখা যায় বাছুরটির পাঁচটি পা। বাছুরটি হওয়ার পরই পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা বাছুরটি দেখার জন্য ভিড় করেন। তবে গোবিন্দবাবু বলেন, গোশাবকটি হওয়ার পরই আমার খুব ভয় লেগে যায়। মনে হয়েছিল গাভী এবং বাছুর দুটি প্রাণীরই ক্ষতি হবে। তাই সঙ্গে সঙ্গে স্থানীয় চিকিৎসকদের দেখানো হয়। বর্তমানে গাভী ও বাছুর দুইই ভালো রয়েছে। এদিকে ঘাটাল মহকুমার এক প্রাণীরোগ বিশেষজ্ঞ তথা ভেটেনারি চিকিৎসক বলেন, এটি জন্মগত ত্রুটি। এর জন্য বাছুরটির বেঁচে থাকার কোনও সমস্যা হওয়ার কথা নয়।

 

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now