পুলওয়ামার স্মরণে ঘাটালে শিল্পীর অভিনব শ্রদ্ধা। চালের উপর ভারতীয় সেনার বন্দুক হাতে দেশের বর্ডারে পাহারার ছবি এঁকে সে চাল ভারতীয় সেনার প্রতি উৎসর্গ করলেন ঘাটল খড়ারের চিত্র শিল্পী সুমিত বাঙাল।
২০১৯ এর আজকের দিনেই পুলওয়ামায় ভারতীয় ৪০ জন জওয়ান জঙ্গীহানায় শহিদ হন। দেশের মানুষের মুখের অন্ন রক্ষার্থে শহিদদের এই আত্মবলিদানের শ্রদ্ধা স্বরূপ তাঁর এই সৃষ্টি বলে জানিয়েছেন সুমিত বাবু।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)












