এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ভারতীয় জওয়ানদের ‘চাল’-এ শ্রদ্ধা ঘাটালের শিল্পীর

Published on: February 14, 2020 । 11:59 AM

পুলওয়ামার স্মরণে ঘাটালে শিল্পীর অভিনব শ্রদ্ধা। চালের উপর ভারতীয় সেনার বন্দুক হাতে দেশের বর্ডারে পাহারার ছবি এঁকে সে চাল ভারতীয় সেনার প্রতি উৎসর্গ করলেন ঘাটল খড়ারের চিত্র শিল্পী সুমিত বাঙাল।

২০১৯ এর আজকের দিনেই পুলওয়ামায় ভারতীয় ৪০ জন জওয়ান জঙ্গীহানায় শহিদ হন। দেশের মানুষের মুখের অন্ন রক্ষার্থে শহিদদের এই আত্মবলিদানের শ্রদ্ধা স্বরূপ তাঁর এই সৃষ্টি বলে জানিয়েছেন সুমিত বাবু।‎

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭