এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু আরামবাগের শ্রমিকের

Published on: February 21, 2020 । 2:45 PM

শ্রীকান্ত আদক:কর্মরত অবস্থা বিদ্যুতের খুঁটি থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল বরাত পাওয়া ঠিকাদারের অধীনে থাকা এক শ্রমিকের। দুর্ঘটনাটি ঘটেছে আজ ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা নাগাদ।

দাসপুর থানার নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকার দানিকোলা মনসাতলার মাঠে বিদ্যুতের হাইটেনশান লাইনে কর্মরত অবস্থায় ওই শ্রমিক খুঁটি থেকে সটান মাটিতে এসে পড়ে। সাথে সাথে আহত ওই শ্রমিককে নাড়াজোল গ্রামীন হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। মৃত ওই শ্রমিকের নাম কাশীনাথ ঘোষ (৫৩) বাড়ি হুগলী জেলার আরামবাগ থানার প্রতাপনগরে। দাসপুর পুলিস ঘটনা খতিয়ে দেখছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭