নিজস্ব সংবাদদাতা: ঘাটালে আর বিদ্যুতের সমস্যা হবে না। ঘাটাল শহর লাগোয়া তৈরি হচ্ছে ৩৩/১১ কেভি সাবস্টেশন। আজ ১৬ মার্চ থেকে ওই সাবস্টেশনটির তৈরির কাজ শুরু হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে যখন বীরসিংহে এসে ছিলেন তখনই তিনি ঘাটালের জন্য এই সাবস্টেশনটির শিলন্যাস করেন। পর্যায়ক্রমে ওই সাবস্টেশনটি তৈরির জন্য টাকাও অনুমোদন হয়ে গিয়েছে। আজ থেকে ঠিকাদারের কাজ শুরু করার কথা।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











