এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

লক ডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ত্রাণ বিলি করল ঘাটাল রামকৃষ্ণ সেবাশ্রম

Published on: April 3, 2020 । 3:32 PM

অরুণাভ বেরা: আজ ৩ এপ্রিল সকালে ঘাটাল রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের ত্রাণ দেওয়া হলো। ২৩ জন শ্রমিক পরিবার বাইরে থেকে ঘাটালে কাজ করতে এসেছিলেন। করোনার জেরে তাদের কাজ এখন বন্ধ। সেবাশ্রমের পক্ষ থেকে ওই পরিবারগুলোকে চাল, আলু, ডাল, সরষের তেল, মুড়ি, চানাচুর, সাবান দেওয়া হয়েছে। আজ এই ত্রাণ বন্টনে উপস্থিত ছিলেন সেবাশ্রমের সম্পাদক তুষার দত্ত, সহ-সম্পাদক তপন গুঁই  সহ অন্যান্যরা। তপনবাবু বলেন, আমরা পরিস্থিতি অনুযায়ী পরে আরও ত্রাণ বিলি করব।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177