অরুণাভ বেরা: করোনার জেরে বিপর্যস্ত সবকিছু। দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মানুষের রোজগার বন্ধ। এই অবস্থায় সরকারি সহায়তা ছাড়াও, মানুষের পাশে থাকতে এগিয়ে এসেছেন সাধারণ মানুষজনও। সাধ্যমতো সাহায্য করছেন। একথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পারিবারিক ভাবে ১১ হাজার টাকা দান করলেন ঘাটালের বাসিন্দা শুভাশিস মণ্ডল। তাঁর এক ছেলে ও মেয়ে পড়াশোনা করেন। স্ত্রী গৃহবধূ। শুভাশিসবাবু ঘাটাল পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র। এছাড়াও তিনি ১৬ নাম্বার ওয়ার্ডে দুই কুইন্টাল পেঁয়াজ ও বিভিন্ন এলাকায় দুশোটি সাবান বিলি করেন। শুভাশিসবাবু এসবই করেছেন ব্যক্তিগত উদ্যোগে। শুভাশিসবাবু বলেন, এই দুঃসময়ে আমি সামান্য চেষ্টা করেছি মাত্র। যদি একজনও উপকৃত হন তাহলে আমার খুব ভালো লাগবে।
পারিবারিক উদ্যোগে ত্রাণ বিলি করলেন ঘাটালের বাসিন্দা
Published on: April 3, 2020 । 3:46 PM







