এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

নাড়াজোলে নদীতে সদ্যোজাত শিশুর দেহ, চাঞ্চল্য

Published on: April 21, 2020 । 12:56 PM

নিজস্ব সংবাদদাতা: আজ ২১ এপ্রিল    দাসপুর থানার নাড়াজোলের কাঁসাই নদীতে একটি সদ্যোজাত শিশুর মৃত দেহকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা  জানান, আজ বেলা ১০টা নাগাদ ওই নদীর পাড় দিয়ে যাবার সময় পুইলা ঘাটাএ ওই শিশুটির দেহ আটকে থাকতে দেখা যায়। অনুমান করা হচ্ছে শিশুটি জন্মের পরই তাকে নদীর জলে ফেলে দেওয়া হয়েছে। দেহটি দেখার পরই স্থানীয়রা পুলিশকে খবর দেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad