এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে বন্যার জলে মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়

Published on: August 27, 2020 । 10:51 AM

কুমারেশ চানক: সাতসকালেই মৃত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল ঘাটাল থানার দৌলতচকে। ওই ব্যক্তির নাম নির্মল সামন্ত(৪৫)। বাড়ি ঘাটাল দৌলতচক গ্রামেই।  আজ ২৭ আগস্ট সকালে বন্যার জলে হঠাৎ করে নির্মলবাবুর দেহ ভাসতে দেখে এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দেন।
পুলিশ ও স্থনীয় সূত্রে জানা গিয়েছে, নির্মলবাবু সোমবার থেকে নিখোঁজ ছিলেন। এলকায় এবং আত্মীয় বাড়িতে খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি। এদিন তাঁর মৃতদেহ উদ্ধার হলে সকলে হকচকিয়ে যান। কী কারণের জন্য নির্মলবাবুর মৃত্যু হল জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad