এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে ৬ জন যাত্রীর ঘাড়ে টোটো

Published on: August 27, 2020 । 2:29 PM

আক্রম আলি: টোটোতে ৬ জন যাত্রী নয়, ৬ জন মানুষের ঘাড়ের উপর চাপল টোটো। [•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।] শুনতে অবাক লাগলেও আজ ২৭ আগস্ট এরকমই দৃশ্য দেখা গেল ঘাটাল ব্লকের সুন্দরপুরে। প্রত্যেক দিন টোটো চালিয়ে বাড়িতে টোটো রাখতেন ওই গ্রামের এক টোটো চালক কাজি আমানুল্লাহ। দিন সাতেক আগে রাতে টোটো রাখার পর সকালে বেরিয়ে দেখেন এলাকা প্লাবিত। ফলে বাড়ি থেকে টোটো বার করতে পারেননি। তিনি কাজিরহাট-বরদা রুটের টোটো চালক। ওই রাস্তাটি এখনও জলে ডোবেনি। দীর্ঘ দিন টোটো না চালাতে পারার ফলে তাঁর রুজিতে টান পড়ে। তাই আজ পরিচিতকে নিয়ে বাড়ি থেকে এভাবেই টোটোকে রুটে বার করার ব্যবস্থা করলেন। মানে, যে যাত্রীরা মাঝে মধ্যেই টোটোটে চাপতেন তাঁদের ঘাড়েই আজ টোটো চেপে বসল।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]