এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

খুনের জন্য কুপিয়ে জখম খড়ারে: আতঙ্ক ছড়াল এলাকায়

Published on: September 19, 2020 । 12:50 PM

নিজস্ব সংবাদদাতা: ১৮ সেপ্টেম্বর রাতে খড়ার শহরে এক যুবককে কাটারি দিয়ে এলোপাথাড়ি ভাবে কোপ দিল এক দুষ্কৃতী। খুনের উদ্দ্যেশ্যেই ওই ভাবে কাটারির কোপ দেওয়া হয়েছে বলে পুলিশের অনুমান। গত রাতে ৯টা ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে শহরের ৪ নম্বর ওয়ার্ডে লাইব্রেরির সামনে। কাটারির আঘাতে গুরুতর জখম হয়েছেন শ্যামাপদ হাজরা নামে ওই যুবক। তাঁকে সঙ্গে সঙ্গে প্রথমে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেন, বর্তমানে শ্যামাপদবাবু পিজি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
শ্যামাপদবাবুর বাড়ি ঘাটাল থানার শ্যামসুন্দরপুরে। তিনি খড়ার শহরের একটি পোশাকের দোকানে কাজ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে ৯টা ১৫ মিনিট নাগাদ তিনি যখন ওই পোশাক দোকান থেকে বেরিয়ে পান দোকানে এসেছিলেন তখনই এক দুষ্কৃতী তাঁর মুখে কাটারি দিয়ে কয়েকটি কোপ মারে। শ্যামাপদবাবু হাত দিয়ে রক্ষা করতে গেলে হাতেও চোট লাগে। তারপরই দুষ্কৃতী শহরের মধ্য দিয়েই দৌড়ে পালিয়ে যায়। শহরের অনেকেই তাঁকে দেখলেও হাতে অস্ত্র থাকার জন্য কেউই তাকে ধরতে সাহস পাননি। ওই ঘটনার পর থেকেই শহরে আতঙ্ক নেমে আসে। সারা শহর আজকেই থমথমে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad