এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে করোনার অ্যান্টিজেন টেস্টে ৬৫ জনের মধ্যে ৮ জন পজিটিভ

Published on: October 3, 2020 । 10:19 PM

ইন্দ্রজিৎ মিশ্র:  দাসপুরের-২ ব্লকের গৌরা গ্রাম পঞ্চায়েতে করোনার অ্যান্টিজেন টেস্টে ৬৫ জনের মধ্যে আট জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আজ ৩ অক্টোবর শনিবার দাসপুর-২ ব্লকের গৌরা গ্রাম পঞ্চায়েতে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে করোনার রেপিড টেস্ট করা হয়। স্থাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ  মোট ৬৫ জনের অ্যান্টিজেন টেস্ট করা হয়। তাদের মধ্যেই আট জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গিয়েছে। আক্রান্তদের আট জন  গৌরা কলোড়া ও নন্দনপুর  এলাকার। আক্রান্তদের শারীরিক অবস্থা অনুযায়ী  চিকিৎসার ব্যবস্থা করছে জেলা স্বাস্থ্য দপ্তর।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।