এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ভর দুপুরে বৃদ্ধা খুন

Published on: October 9, 2020 । 3:34 PM

সৌমেন মিশ্র  ও সন্তু বেরা: আজ ৯ অক্টোবর দুপুরে দাসপুর শ্যামসুন্দরপুরে এক বৃদ্ধা খুন হলেন। ওই প্রৌঢ়ার নাম মৌসুমী গোস্বামী(৫৯)। আজ তিনি দুপুরে তাঁর শোবার রুমে ছিলেন। হঠাৎই দুপুর দেড়টা নাগাদ দেখা যায় তাঁর গলার নলিটি কাটা। সেই সময় বাড়িতে তাঁর স্বামী ও বৌমা ছাড়া আর কেউই ছিলেন না। কী করে তিনি খুন হলেন সেটা নিয়ে পুলিশ ধন্দে রয়েছে।  ঘটনার তদন্ত করতে ঘাটাল মহকুমা পুলিস আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল ঘটনাস্থলে গিয়েছেন। •বিস্তারিত পরে জানানো হচ্ছে। এই পোর্টালটি ফলো করুন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭