এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে জাম্বো ফগার দিয়ে ভাইরাস মারল খেপুতের ভিএনএস লাইফ কেয়ার সার্ভিস সংস্থা

Published on: October 14, 2020 । 8:45 PM

শ্রীকান্ত ভুঁইঞা ও সন্তু বেরা: পুরো দাসপুর গঞ্জ এলাকাকে স্যানিটাইজ করতে কোমর বেঁধে নামল খেপুতের  ভি.এস.এন লাইফ কেয়ার সার্ভিস নামে এক সামাজিক সংস্থা। করোনার সাথে লড়াই করতে হলে সর্বাগ্রে সুস্থ রাখতে হবে প্রশাসনিক মহলকে।তাই প্রশাসনিক দপ্তরগুলিকে জীবাণু ও ভাইরাস মুক্ত করতেই এই উদ্যোগ নেয় সংস্থাটি। ওই  সংস্থার কয়েকজন মিলে আজ ১৪ অক্টোবর দাসপুর থানা, থানা চত্বর, দাসপুর-১ বিডিও অফিস,  পঞ্চায়েত কার্যালয়, অতিরিক্ত জেলা অবর নিবন্ধকরন কার্যালয়, ইলেকট্রিক অফিস সহ পুরো দাসপুর বাজার এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায়  স্যানিটাইজ করেন। দাসপুর থানা সহ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অফিসের কোনায় কোনায় এই জীবানুনাশক জাম্বো ফগার দিয়ে স্যানিটাইজ করা হয়। ওই সংস্থার সম্পাদক সজল নাগ বলেন, করোনা আবহে  বিগত কয়েক মাস ধরে আমাদের এই সংস্থার উদ্যোগে আমরা দাসপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় এভাবেই জীবাণুনাশক ঔষধ স্প্রে করে জীবাণুমুক্ত করে চলেছি। আগামী বছর ২০২১ এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমাদের এই অভিযানের  ধারা চলতে থাকবে।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now