নিজস্ব সংবাদদাতা: কালীপুজো উপলক্ষ্যে পিতার স্মৃতি রক্ষার্থে দুঃস্থদের শীতবস্ত্র তথা ব্ল্যাঙ্কেট বিতরণ করলেন ঘাটালের এক বাসিন্দা। ঘাটাল পুরসভার কোন্নগর ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুভাষ কর নামে ওই ব্যক্তি তাঁর পিতা নারায়ণচন্দ্র করের স্মৃতিতে একশ জন দুঃস্থদের ব্ল্যাঙ্কেট বিতরণ করেন আজ ১৫ নভেম্বর ওই অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল পিপলস্ ব্যাঙ্কের কর্মীরা। সুভাষবাবু বলেন, পারিবারিক উদ্যোগে কালীপুজো উপলক্ষ্যে এধরণের একটি সামাজিক কাজের অংশীদার হতে পেরে খুবই ভাল লেগেছে। আগামীদিনেও তিনি এধরণের সমাজসেবামূলক কাজ করবেন বলে জানান তিনি।
পিতার স্মৃতিতে দুঃস্থদের শীতবস্ত্র প্রদান করলেন ঘাটালের বাসিন্দা
Published on: November 15, 2020 । 8:10 PM








