এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

শাশুড়ির হাতে করোনার রক্ষাকবচ উপহার

Published on: June 16, 2021 । 8:02 PM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: জামাই ষষ্ঠীতে নানা রকম উপহার লেনদেনের রেওয়াজ বহুকাল আগে থেকেই চলে আসছে । কিন্তু পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে কতজন শাশুড়ি-জামাই যুগোপযোগী উপহার লেনদেন করেন? আজ ১৬ জুন জামাইষষ্ঠীতে সেরকমই এক জামাই-শাশুড়ির সন্ধান পাওয়া গেল যাঁরা বিশেষ দিনটিতে জীবন রক্ষার সামগ্রীকে পরস্পরের হাতে উপহার হিসেবে তুলে দিলেন। জামাইয়ের নাম মানস চক্রবর্তী। দাসপুর থানার বাছরাকুণ্ডুতে বাড়ি। তিনি বিয়ে করেছেন ঘাটাল শহরের কোন্নগরের জয়ন্তী চট্টোপাধ্যায়ের কন্যা জয়শ্রীকে। মানসবাবু পেশায় গ্রামীণ চিকিৎসক। আজ জামাইষষ্ঠীতে তিনি তাঁর শাশুড়িকে পালস অক্সিমিটার, স্যানিটাইজার এবং মাস্ক তুলে দেন। অন্য দিকে জয়ন্তীদেবী জামাইয়ের হাতে জামাইষষ্ঠীর উপহার হিসেবে শিরস্ত্রাণ(হেলমেট) তুলে দিয়েছেন। এনিয়ে মানসবাবু বলেন, পোশাক তো প্রতি বছরই লেনদেন করি। এবার করোনা মহামারী চলছে। তাই শাশুড়িমা’র এই মুহূর্তে কাজে লাগবে যে জিনিসগুলো সেই সমস্ত জিনিস দিয়েই তাঁকে প্রণাম জানিয়েছি।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015