মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: দাসপুর ২ ব্লকের চন্দ্রেশ্বরের খাল পাড়ে বেশ কিছু বাড়ি ভেঙে গিয়েছিল। আজ ১৯ জুন সাংসদ দীপক অধিকারীর পরিবারের পক্ষ থেকে সেই সমস্ত পরিবারের হাতে ত্রিপল ও খাদ্য সামগ্রী তুলে দিলেন সমাজ কর্মী সুদীপ মণ্ডল, সেখ মোজেম। উপস্থিত ছিলেন শিক্ষক অনুরুদ্ধ আলম সহ এলাকার বিশিষ্টি ব্যক্তিবর্গ।
দেবের উদ্যোগে দাসপুরে ত্রাণ বিতরণ
By মন্দিরা মাজি
Published on: June 19, 2021 । 4:22 PM





