মনসারাম কর, সাংবাদিক, স্থানীয় সংবাদ: ঘাটালের বিডিও ধ্রুবজ্যোতি প্রামানিককে সংবর্ধনা জানালেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ঘাটাল ব্লক কমিটির সদস্যরা। উপস্থিৎ ছিলেন ফেডারেশনের মহকুমা কমিটির সম্পাদক দীপক পাল, ব্লক কমিটির সম্পাদক মানস বেরা সহ অন্যান্য সদস্যরা। গতকাল ১ নভেম্বর এই সংবর্ধনা জানানো হয়। মহকুমা কমিটির সম্পাদক দীপক পাল বলেন ঘাটাল মহকুমায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন গঠিত হয়েছে অনেক আগেই। সম্প্রতি রাজ্যস্তরের নির্দেশে সংগঠনকে নতুন ভাবে সাজানো হচ্ছে। সংগঠনের সদস্য সংখ্যাও ক্রমশ বাড়ছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে ঘাটালের বিডিও সঞ্জীব দাসের কোভিড হওয়ার পর থেকে বিডিওর দায়িত্বভার দেওয়া হয়েছিল ঘাটালের ডেপুটি ম্যাজিস্ট্রেট ধ্রুবজ্যোতি প্রামানিককে। সম্প্রতি আরও একটি নির্দেশিকায় ধ্রুবজ্যোতিবাবুকেই বিডিওর দায়িত্বে রাখা হয়েছে এবং কোভিড থেকে সুস্থ হওয়ার পর সঞ্জীববাবুকে ঘাটাল মহকুমাশাসকের দপ্তরে যোগদানের কথা বলা হয়েছে।
ঘাটালের বিডিওকে সংবর্ধনা জানালেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ঘাটাল ব্লক কমিটি











