এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

গোপমহল সমবায় সমিতির ৬২তম প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষ্যে রক্তদান শিবির

Published on: January 4, 2022 । 9:50 PM

পাপিয়া বন্দোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালের মনোহরপুরে গোপমহল কৃষি উন্নয়ন সমিতির ৬২তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। ওই উপলক্ষ্যে আজ ৪ জানুয়ারি সমিতিতে রক্তদান শিবির আয়োজিত হয়।ওই সমবায় সমিতির ম্যানেজার বিশ্বজিৎ বন্দোপাধ্যায় বলেন,   রক্তদান শিবিরে ৩০ জন মহিলা সহ মোট ৫৬ জন রক্তদাতার রক্তদান করেন। এদিন শিবিরে উপস্থিত ছিলেন মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েত প্রধান জয়দেব দোলই, সেলফ হেল্প গ্রুপ্রের প্রাক্তন ব্যবস্থাপক শঙ্কর মাজি, সমিতির প্রাক্তন কর্মকর্তা রঞ্জিত বন্দোপাধ্যায়, সন্ধ্যা চক্রবর্তী, প্রণতি প্রামাণিক প্রমুখ।

ম্যানেজার বিশ্বজিতবাবু বলেন, আমি আমার সাধ্যমত এই সমিতির সমস্ত গ্রাহকদের সুবিধামত পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। তবে আগামী দিনে এই সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমি তৎপর থাকব।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177