রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: বিয়ের পাকা কথা হয়ে গিয়েছিল। দিনক্ষণ, বিয়ের [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]আয়োজন সমস্ত কিছুই চলছিল জোরকদমে। এমন সময় হঠাৎ দুর্ঘটনায় কেড়ে নিল ছেলের প্রাণ। দুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন ঘাটাল রত্নেশ্বরবাটীর তরতাজা যুবক নাগেশ সিন্দে (৩০)। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা মনোহর সিন্দে। গতকাল ভোরে মারুতিতে করে খড়্গপুর যাওয়ার পথে ঘাটাল-মেদিনীপুর সড়কের নাড়াজোলে মাল বোঝাই লরির সাথে ওই মারুতির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন এক মহিলা ও শিশু সহ তিনজন। ওই মারুতির চালকের আসনে ছিলেন নাগেশ। দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় নাগেশকে প্রথমে নাড়াজোল গ্রামীণ হাসপাতালে পরে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় নিয়ে গিয়ে ভেন্টিলেশনে রাখা হয়। আজ ১৬ জুন ভোররাতে নাগেশ মারা যান। নাগেশের অকাল মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। নাগেশের বন্ধুরা বলেন, নাগেশ ভালো নাচ ও অভিনয় করতেন। ঘাটালে ‘গুরুকূল আকাদেমি’ নামে একটি নাচের স্কুলও খুলেছিলেন। একই সঙ্গে কলকাতায় ফিল্মজগতেও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি নাগেশের বিয়ের পাকা কথাও হয়ে গিয়েছিল। মাস তিনেক আগে নাগেশ ড্রাইভারি শিখেছে গাড়ি চালিয়ে কিছু উপার্জনের আশায়। কিন্তু হঠাৎ এই দুঘর্টনা সবকিছু উলটপালট করে দিল।
বিয়ের এনগেজমেন্ট হয়ে গিয়েছিল: হঠাৎ দুর্ঘটনায় মৃত্যু হল ঘাটালের উদীয়মান নৃত্য শিল্পীর
Published on: June 16, 2022 । 9:44 AM





