বাবলু মান্না, স্থানীয় সংবাদ: বাইক দুঘর্টনায় গুরুতর জখম হল এক যুবক। আজ ৩০ জুন দাসপুর থানার চাঁইপাটে রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে। জানা যায় দুর্ঘটনাগ্রস্ত বাইক চালকের নাম দীপঙ্কর বেরা, বাবার নাম দিলীপ বেরা। দাসপুর থানার মহিষঘাটাতে বাড়ি। বছর পঁচিশের ওই যুবককে পা ভাঙা অবস্থায় পুলিশ উদ্ধার করে সোনাখালি হাসপাতালে পাঠিয়েছে। জানা যাচ্ছে একটি ছয় চাকার লরি দাঁড়িয়েছিল, পেছন থেকে বাইক নিয়ে ধাক্কা মারে ওই যুবক। যুবকটি কর্মসূত্রে বাইরে থাকে। উল্লেখ্য, কিছুদিন আগেও ওই জায়গাতেই একটি দুর্ঘটনা ঘটেছিল।
বাইক দুঘর্টনায় গুরুতর জখম দাসপুরের যুবক, ভর্তি হাসপাতালে
Published on: June 30, 2022 । 11:06 PM





