এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ভাইফোঁটার আগেই মর্মান্তিক মৃত্যু! আর ফোঁটা নেওয়া হল না! দাসপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে মামা-ভাগ্নে

Published on: October 26, 2022 । 5:37 PM

নিজস্ব প্রতিনিধি, স্থানীয় সংবাদ, ঘাটাল: ভাইফোঁটার আগের দিন মামা ভাগ্নে এক সাথে বাইক দুর্ঘটনার কবলে, মর্মান্তিক মৃত্যু মামার,গুরুতর আহত ভাগ্নে। দিদিবাড়ি এসেও ভাইয়ের কপালে জুটল না ফোঁটা। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ দাসপুর থানার রাজনগরের পাশাপাশি ক্ষীরপাইয়ের বামারিয়া গ্রাম। দুর্ঘটনা ঘটে ঘাটাল-মেদিনীপুর সড়কে দাসপুর থানার পাকুড়দানায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আজ ভাইফোঁটার আগের দিন বুধবার সকাল প্রায় ১০টা ১৫ নাগাদ ক্ষীরপাই বামারিয়ার মামা বছর ৩২ এর তপন কপাট রাজনগরের ভাগ্নে বিশ্বজিৎ প্রামাণিকের বাইকে চড়ে ঘাটাল-মেদিনীপুর সড়ক ধরে দাসপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় পাকুড়দানা এলাকায় একেবারের সামনে হঠাৎ ডান দিকে মোড় নিতে গেলে ওই মামাভাগ্নের বাইককে পিছন থেকে তমলুকের এক বাইক ধাক্কা দেয়। উভয় বাইকে থাকা ৪ জন জখম হন। তাঁদের মধ্যে গুরুতর জখম মামা ভাগ্নেকে ঘাটাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামাকে মৃত বলে ঘোষণা করেন। রাজনগরের বাসিন্দা এবং ভাগ্নে বিশ্বজিৎ এর প্রতিবেশী প্রবীর মাল মর্মান্তিক এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, প্রতিবেশী অলোক প্রামাণিকের স্ত্রী ডলি প্রামাণিক দুর্ঘটনায় মৃত তপন কপাটের দিদি। তপনের ভাইফোঁটার জন্যই দিদিবাড়িতছ আসা,তার আর ভাইফোঁটা নেওয়া হল না। অন্যদিকে ভাইফোঁটার আগের দিন এভাবে ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছেন ডলিদেবীও। এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া ক্ষীরপাইয়ের বামারিয়ার কপাট পরিবেরেও।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।