এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছিল যুবতীর, তবুও আত্মহত্যা যুবতীর

Published on: May 1, 2023 । 10:27 PM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরে এক যুবতীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]আজ সোমবার সন্ধ্যা ৬ টা নাগাদ দাসপুর থানার শ্যামগঞ্জ গ্রামের চক্রবর্তী পাড়ায় বন্ধ ঘরের ভেতর থেকে ওই যুবতীর দেহ উদ্ধার হয়। যুবতীর নাম রচনা চক্রবর্তী(১৯)। তরুণীর বাবা সুজিত চক্রবর্তী। স্থানীয় সূত্র জানা যাচ্ছে, আজ সোমবারের সন্ধ্যায় ওই রচনা ফোনে কথা বলার ফাঁকে নিজের রুমে প্রবেশ করে, কিছুক্ষণ পর তাঁর চিৎকারে বাড়ির লোকেরা গিয়ে দেখেন দাউ দাউ করে ওই যুবতীর সারা দেহ জ্বলছে। বাড়ির লোক ও প্রতিবেশীরা অনেক চেষ্টা করেও তাঁকে জীবিত উদ্ধার করতে পারেননি। বন্ধ রুমের ভেতরেই রচনার মৃত্যু হয় বলে জানান মৃতের পরিবার। কিন্তু বন্ধ রুমের মধ্যে আগুন লাগলো কীভাবে? তাহলে কী যুবতী নিজেই নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন? নাকি এটা নিছকই কোনও দুর্ঘটনা? বুঝে উঠতে পারছেন না কেউই। জানা গিয়েছে, সম্প্রতি যুবতীর বিয়ে ঠিক হয়েছিল বৃন্দাবনচকের এক পাত্রের সঙ্গে। অজ্ঞাত কারণে বিয়ে পিছিয়ে যায়। সে কারণে হয়তো তিনি মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করছে পরিবার ও প্রতিবেশীরা। ভিলেজ পুলিশ মারফত খবর দেওয়া হয়েছে দাসপুর থানায়। এ বিষয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া।

পুলিশ জানায়, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করছে তারা।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।