এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল-পাঁশকুড়া সড়কে পথ দুর্ঘটনা, ইতিমধ্যেই মৃত ১

Published on: August 5, 2023 । 12:31 PM

সন্তু বেরা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল:  ঘাটাল-পাঁশকুড়া সড়কে দাসপুর থানার বেলতলায় ভয়াবহ পথ দুর্ঘটনা।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
ঘাটালের দিক থেকে আসা এক চাল বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ভোরবেলা বেলতলার ভরা বাজারে ধাক্কা দিল। ঘটনায় গুরুতর জখম চারজন।  ইতিমধ্যেই ১ জনের মৃত্যু হয়েছে বলে দাসপুর থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে। দুর্ঘটনার জেরে আজ শনিবারের সকাল থেকেই বেলতলা এলাকায় চাঞ্চল্য। জানা যাচ্ছে, ভোর প্রায় সাড়ে ৪ টা নাগাদ ঘাটালের দিক থেকে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল ওই চাল বোঝাই লরি। বেলতলা বাসস্টপের কাছে বেলতলা বাজারে তখন মাছের আড়তে বহু মামুষ। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে পরে মাছের আড়তে থাকা ৪ জনকে ধাক্কা দেয়। তারপর সামনে দাঁড়িয়ে থাকা এক বাইক সাথে পিকআপ ভ্যানে ধাক্কা দেয় লরিটি। মাছের বাজার থাকা মানুষজনের সহযোগিতায় আহত চার ব্যক্তিকে ঘাটাল হাসপাতালে পাঠানো হয়। সকাল ৭টা নাগাদ জানা যায় ওই ৪ জনের মধ্যে ১ জন ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম গোপীনাথ মণ্ডল(৬০), বাড়ি দাসপুরের বসন্তপুরে। আহত ব্যক্তিদের ১ জনের নাম অভিজিত দে, বাড়ি দাসপুরের চাঁদপুরে। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি। ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতি মধ্যেই ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। বাজারে আসা ব্যক্তিদের ধারণা চালক ভোরে ঘুমিয়ে যাওয়ার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।