এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণার মাঠে নীলগাই ঘিরে ব্যাপক উৎসাহ মানুষের মধ্যে

Published on: November 21, 2023 । 8:05 PM

তনুপ ঘোষ, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: চন্দ্রকোণায় হঠাৎ করেই দেখা মিলল নীল গাইয়ের(Nilgai)। যা ঘিরে চন্দ্রকোণার(Chandrakona) প্রত্যন্ত গ্ৰাম্য এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
জানা যাচ্ছে, আজ মঙ্গলবার দুপুর নাগাদ চন্দ্রকোণার মনোহরপুর, মহিষামুড়ি, কুশমন এলাকায় মাঠে ধান কাটতে গিয়ে চাষিরা হঠাৎ দেখতে পায় এই নীল গাই। প্রথমে তারা বুঝে উঠতে পারেনি ঘোড়ার মতো দেখতে এই প্রাণীটি আসলে কী? কোথা থেকেই বা এলো এই প্রাণী। দেখার পর তারা কিছুটা ভয় পেয়ে যায়। চাষিদের মুখে মুখে ছড়িয়ে পড়ে অজানা প্রাণীটির কথা। পরে তারা জানতে পারে এটি আসলে নীলগাই।

চাষিরা জানাচ্ছেন, মানুষ দেখে ছুটে পালিয়ে যায় প্রাণীটি। তার মধ্যেই কেউ কেউ ক্যামেরাবন্দিও করেছে প্রাণীটিকে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, খড়গপুরের(Khargapur) হিজলির জঙ্গলে রয়েছে নীলগাই। সেখান থেকেই কোনওভাবে এই নীল গাইটি চলে এসেছে বলে মনে করছেন বনদপ্তরের(Forest department) কর্মীরা। বনদপ্তরের তরফে নীলগাই উদ্ধার করার জন্য ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।

আট ফুট লম্বা, ছ’ফুট উচ্চতা বিশিষ্ট দেখতে হয় এই নীলগাই। সাধারণত কোনো ক্ষতি করে না।অনেক সময় গায়ে নীলচে আভা দেখা যায় বলে এদেরকে নীলগাই বলা হয়ে থাকে। মাদী নীলগাই ও শাবকের গায়ের রং লালচে বাদামী কিন্তু খুরের উপরের লোম সাদা হয়ে থাকে। মদ্দা নীলগাইয়ের শুধু শিং থাকে।

 

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]