এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের বিশিষ্ট তবলা বাদকের মৃত্যু

Published on: November 29, 2023 । 9:18 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: দাসপুরের চেঁচুয়া গোবিন্দনগর এলাকার বিশিষ্ট তবলা বাদক গোষ্ঠ ধূল ২১ নভেম্বর মাত্র ৫২ বছর বয়সে মারা গিয়েছেন। আজ ২৯ নভেম্বর গৌরা সুরশ্রীর রিয়ার্সাল রুমে গোষ্ঠ বাবুর স্মৃতির উদ্দেশ্যে স্মরণসভা হল। উপস্থিত ছিলেন সুরশ্রী বিভিন্ন সদস্য তথা রেবতী পাত্র, ভবানী দিন্ডা, মনোরঞ্জন আদক,সুজিত মাইতি, তাপসী সামন্ত, সুশান্ত জানা, দেবাশিস চক্রবর্তী,উত্তম গোস্বামী,সুদীপ চক্রবর্তী, উত্তম সামন্ত, মধুসূদন গুছাইত, সুব্রত বুড়াই। প্রায় ১০০০ গানের আসরে তবলা বাজিয়েছিলেন গোষ্ঠবাবু। উপস্থিত সকল সদস্য গোষ্ঠবাবুর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলির স্মৃতিচারণ করেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad