বিপ্লব সরকার : মাথার ঘাম পায়ে ফেলে ধান ফলিয়েও বাড়িতে ফসল তুলে নিয়ে যেতে পারলেন না চাষিরা। রবিবার গভীর রাতে আচমকাই আগুন লেগে গেল চন্দ্রকোণা থানার শোলা গ্রামের তিন কৃষকের খামারে রাখা ধানের গাদায়। মুহূর্তে দাউদাউ করে জ্বলে উঠল রাশি রাশি ধান, যা পুড়ে ছাই হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে কৃষক পরিবারগুলির। স্থানীয় সূত্রে খবর, রবিবার গভীর রাতে শোলা গ্রামের কৃষক তাপস দাস, দেবীপ্রসাদ দাস ও মনসা দাসের খামারে রাখা ধানের গাদায় আগুন লাগে। ধোঁয়া এবং আগুন লাগার শব্দ পেয়ে তাঁরা বাড়ির বাইরে বেরিয়ে দেখেন গাদাগুলিতে ভয়াবহ ভাবে আগুন জ্বলছে। গ্রামবাসীরা দ্রুত পাম্প চালিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। পরে খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে তিনটি গাদার অধিকাংশ ধানই নষ্ট হয়ে গিয়েছে।
আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন, খামারে রাখা ধানের গাদা নষ্ট; ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা







