এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রামমোহন এবং বিদ্যাসাগরকে নিয়ে বই লিখলেন প্রধান শিক্ষক

Published on: December 13, 2025 । 12:52 PM
কেয়া মণ্ডল চৌধুরী
কেয়া মণ্ডল চৌধুরী
আমার কলম ঘাটাল মহকুমার জীবনবোধের শরিক। আমি সামাজিক সমস্যার নিভৃত কান্না, অভাবের নীরব দীর্ঘশ্বাস এবং সাধারণ মানুষের গভীর অভিযোগের সুর শুনতে ভালোবাসি। আমার লেখনি আলো-আঁধারের গাঢ় পটভূমি এড়িয়ে চলে। খুন-খারাপি, রাজনৈতিক জটিলতা বা তীব্র দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য আমার উপজীব্য নয়। আমি ডুব দিই লোকায়ত জীবনের সরল জটিলতায়—ঘাটালের ধূলিকণা ও মানুষের আশা-হতাশা—এরাই আমার লেখনির প্রাণ। যা আমি ‘স্থানীয় সংবাদ’-এর মাধ্যমে তুলে ধরি।
📞 +919732738015 WhatsApp

কেয়া মণ্ডল চৌধুরী, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক সুজিত বন্দ্যোপাধ্যায়ে‘রেনেসাঁ মহামানব রামমোহন ও বিদ্যাসাগর’ শীর্ষক বইটি শুক্রবার, ১২ ডিসেম্বর, ঘাটাল মহকুমা শাসকের মিটিং হলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল। সুজিত বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন এবং বর্তমানে তিনি দাসপুর-২ ব্লকের বরুণা সৎসঙ্গ হাইস্কুলের প্রধান শিক্ষকের পদে কর্মরত। ছাত্রাবস্থা থেকেই তাঁর লেখালেখির অভ্যাস ছিল। বর্তমানে সুজিতবাবু তৃণমূলের শিক্ষক সংগঠনের রাজ্যস্তরের একজন প্রভাবশালী নেতা। রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর—বাংলার এই দুই রেনেসাঁস মহামানবের জীবন ও কর্মের উপর আলোকপাত করে লেখা এই গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করেন ঘাটালের মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়। বইটি প্রকাশনায় রয়েছে কলকাতার ‘মান্না পাবলিকেশন’। এই গ্রন্থটির পৃষ্ঠা সংখ্যা ১৭৬ এবং এর দাম ৩০০ টাকা ধার্য করা হয়েছে। ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপটে এই দুই কিংবদন্তীর অবদান এবং তাঁদের সংস্কারমূলক কাজের বিশ্লেষণ এই বইটির মূল উপজীব্য। আশা করা যায়, এটি পাঠক ও গবেষকদের কাছে অত্যন্ত উপযোগী হবে। •ভিডিও পাঠিয়েছেন সুকান্ত চক্রবর্তী

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।