মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: ৪ বছরের খুদের মধ্যে এমন প্রতিভা রয়েছে যা হয়তো অনেক বড়রাও জানেন না। বড়দেরকে জিজ্ঞাসা করলেও হয়তো সঠিকভাবে উত্তর দিতে পারবেন না। কিন্তু আয়াংশের ঠোঁটস্থ ১০ টি সংস্কৃত মন্ত্র, পতাকা দেখে সঠিক দেশের নাম, রাজ্য এবং তাদের রাজধানীর নাম। ঘাটাল ব্লকের লছিপুরের আয়াংশ বাগ বর্তমানে ওড়িশার ভুবনেশ্বরে নার্সারিতে পড়াশোনা করছে। বয়স মাত্র ৪ বছর ৩ মাস। তবে বয়সের তুলনায় অনেকটাই এগিয়ে সে। পড়াশোনার দিকে আয়াংশ অন্যান্য খুদেদের পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে। এইটুকু বয়সেই বিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। বাবা শুভম বাগ ওড়িশার ভুবনেশ্বরে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। মা অনন্যা বাগও সেখানেই থাকেন। ছেলেকে ছোট থেকেই সময় দিয়ে গড়ে তুলেছেন। ছেলের প্রতিভাগুলি নিয়ে নভেম্বর মাসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠান। প্রতিভার জোরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে ছোট্ট আয়াংশ।












