এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মহামায়া সারদা

Published on: December 16, 2025 । 9:19 AM
আশিস হুদাইত
আশিস হুদাইত
আমি এক অখ্যাত সমাজকর্মী। সমাজ যখন যে দাবি নিয়ে কড়া নাড়ে কানের দরজায়, তাই নিয়ে লিখি,আমি আমার মতো করে—এক লহমায়।
📞 +919733332888 WhatsApp

মহামায়া সারদা
—আশিস হুদাইত
(শ্রী শ্রী সারদা মায়ের ১৭৩ তম জন্মতিথিতে এক অভাজন সন্তানের উপলব্ধি)
আবদ্ধ তুমি সংসারে;
তথাপি—
মায়ার গণ্ডি যেন খোলাম কুঁচিতে আঁকা অষ্পষ্ট এক অনিবার্য রেখা—
অকৌতুহলী মনে তুমি
করেছো অতিক্রম;
তুমি নিমগ্না নিখাদ ব্রহ্মচর্যে, তুমি কাল প্রহরিনী,
আকারে মানবী তুমি অনন্ত সত্ত্বা সনাতনী,
এক লৌকিক জ্যোতির্ময়ী।
জাগতিক মায়া বিবর্ণ ধুলোর মতো ঝেড়ে ফেলে—
তুমি অনন্ত শক্তি মায়া ত্যক্ত মহামায়া ,
না করে গর্ভধারণ শত কোটি সন্তানের জননী,
শত দোষ কর ক্ষমা নির্মল করুণা-ধারায়,
হাজার ধাতব পাত্র হয়ও যদি ভিন আকৃতির,
অগ্নি গর্ভে যেমন পরিণত হয় অনাকৃতি তরলে,
পড়ে থাকে অনাদৃত মরিচা আবর্জন সম।
খোলস ত্যাগ করে সর্প কূল যেমন পায় নতুন শরীর,
তোমার চরণ স্পর্শে মুক্ত হয় মনের জঞ্জাল-
নিখাদ হয় তব শীতল অগ্নি দহনে।
জরা সম করেছে গ্রাস ধরিত্রীরে-
লোভ, মদ, মোহ, মাৎসর্য বিলাস,
প্রতিকৃতি মাঝে হও উদয়-
প্রসন্ন হও বিলাস-বিনাশে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।