এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আজ এসাইআর-এর (S.I.R) ড্রাফটকপি প্রকাশিত হচ্ছে, প্রত্যেক ভোটার দেখে নিন আপনার নাম রয়েছে কিনা

Published on: December 16, 2025 । 9:23 AM

কুণাল সিংহরায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ১৬ ডিসেম্বর সকাল ১০ টায় প্রকাশিত হচ্ছে পাঁচ সপ্তাহ ব্যাপী চলা বিশেষ নিবিড় সংশোধনের (SIR) ভোটার তালিকার ড্রাফট কপি। সকাল ১০টাতেই সমস্ত বুথ ভিত্তিক তালিকা বিডিও অফিস থেকে তুলে দেওয়া হবে সুপারভাইজারদের হাতে। বিএলও-রা এই কপি পাবেন ১১টার সময় প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে। প্রতিটি ভোটার এই বিএলও দের কাছ থেকে জানতে পারবেন এসসাইআর পরবর্তী তালিকায় তাঁর নাম আছে কিনা।

কুণাল সিংহরায়

সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’ • মো: 91535 54409