এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

‘আবার এক স্বর্ণশিল্পীকে হারালাম‘

Published on: December 17, 2025 । 7:39 PM

বাবলু মান্না, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুর থানার ভগবতীপুরের বাসিন্দা দীপঙ্কর দাস (৪৮) সেকেন্দ্রাবাদে সোনার কাজ করতেন। দীপঙ্করের বাড়ির লোকেদের অভিযোগ, শনিবার দুই কারিগরের মধ্যে গণ্ডগোল হয়েছিল। তারপরই দীপঙ্করকে কারখানার মধ্যে অচৈতন্য অবস্থায় দেখা যায়। সেখান থেকে তাঁকে গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃ/ত বলে ঘোষণা করেন। বুধবার, ১৭ ডিসেম্বর ভোরে তাঁর দেহ গ্রামে পৌঁছানোর পর ধর্মীয় রীতি মেনে তাঁকে সমাধিস্থ করা হয়। দীপঙ্করের স্ত্রী অনিমা দাসের অভিযোগ, তাঁর স্বামীকে চক্রান্ত করে মে/রে দেওয়া হয়েছে।

বাবলু মান্না

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: [email protected]