এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পরিস্থিতি যাই হোক,এভাবেও স্বপ্নকে বাঁচিয়ে রাখা যায়

Published on: December 22, 2025 । 10:07 AM

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল শহরের কলেজ মোড়, যেখানে রোজকার ব্যস্ততা আর কোলাহলের ভিড়, সেখানেই সুরের এক অন্য পৃথিবী রচনা করেছেন কমল মুখোপাধ্যায়। মাত্র ১০ বছর বয়স থেকে রোদবৃষ্টিতে দাঁড়িয়ে ফল বিক্রি করে এসেছেন আজ সেই কমলবাবুর হাতে উঠে এসেছে মাইক্রোফোন। পেটের দায়ে তিনি হয়তো সামান্য ফল বিক্রেতা, কিন্তু মনের মণিকোঠায় তিনি একজন আপাদমস্তক শিল্পী। ফল বিক্রির ফাঁকে যখনই তিনি গেয়ে ওঠেন, পথচলতি মানুষ আর ক্রেতারা ক্ষণিকের জন্য থমকে যান। জীবনযুদ্ধে লড়তে লড়তে স্বপ্নগুলো যেখানে ফিকে হয়ে যায়, সেখানে কমলবাবু যেন এক উজ্জ্বল ব্যতিক্রম। তাঁর গানের সুর কেবল ক্রেতাদের মনোরঞ্জন করে না, বরং বুঝিয়ে দেয়—জীবন ও জীবিকার কঠিন লড়াইয়েও নোনা ধরা স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখা যায়। কলার ঝুড়ির পাশেই যে গান বাসা বাঁধতে পারে, কমলবাবুই তাঁর জলজ্যান্ত প্রমাণ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।