‘ঘাটালের গান্ধী’
—সুমন বিশ্বাস, ভূতপূর্ব মহকুমা শাসক, ঘাটাল মহকুমা
ঘাটালের গান্ধী আর নেই,
হ্যাঁ, আপনি পথ দেখিয়েছিলেন সমাজ সেবার।
আপদে বিপদে পাশে দাঁড়িয়েছিলেন আর্তের।
রেডক্রশ আর গান্ধী মিশনের মাধ্যমে আলো ছড়িয়ে গেলেন।
সেই আলোকে আমরাও মনের গভীরের পাপ ধুয়েছি।
আপনাকে দেখে শিখেছি কীভাবে উজার করে দিতে হয় নিজেকে।
আপনি নেই এটা আমরা বিশ্বাস করি না।
আপনি আমাদের ছায়া হয়ে রয়েছেন গান্ধীর মত।
সামাজিক কাজে আমাদের সবার চেতনায় আপনি থাকবেন চিরদিন।
আপনাকে চির যুবক মনে হতো,
এই তো সেদিনও আপনি পাশে ছিলেন, যেদিন ঘাটাল ছাড়লাম।
ঘাটালের সমাজ চেতনার উঠোনে আপনার পদরেণু ফুল হয়ে ফুটবে।
শত ফুল বিকশিত হবে আপনার আদর্শে।
ছড়িয়ে পড়বে দাসপুর থেকে চন্দ্রকোণা।
যেখানেই আর্তের কান্নার রোল শোনা যাবে,
সেখানেই আপনার আদর্শরা যেন উপস্থিত হয়।
আপনার তৈরি করা জীবন দর্শন আমাদের পথ চলার প্রেরণা হোক।
আপনি আছেন, আরো বেশি করে রয়ে যাবেন আমাদের চেতনার রঙে।
‘ঘাটালের গান্ধী’ —সুমন বিশ্বাস, ভূতপূর্ব মহকুমা শাসক, ঘাটাল মহকুমা







