নিয়ন্ত্রণ হারানো ট্রাকের মুখ থেকে বাচ্চাদের বাঁচাতে দিয়ে প্রাণ গেল এক মহিলার।ঘটনাটি চন্দ্রকোনার বামারিয়া এলাকার।
দুপুরে বছর ৫৫এর ষষ্ঠী রায় নামে এক মহিলা বাচ্চাদের রাস্তা পার করার সময় দূর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে এক ট্রাক রাস্তা ছাড়িয়ে একটি ইলেকট্রনিক পোষ্টে মেরে দ্রুতগতিতে বেরিয়ে যায়। ওই সময় নিজের কথা না ভেবেই ষষ্ঠী দেবী বাচ্চাদের নিরাপদ স্থানে সরাতে গেলে ট্রাকটি তাঁকে ধাক্কা মেরে টেনে নিয়ে যায়। বাচ্চারা বেঁচে গেলেও ঘটনাস্থলেই মৃত্যুহয় ওই মহিলার।
স্থানীয়দের অভিযোগ ট্রাকের চালক মদ্যপ অবস্থায় ছিল,আর তার জেরেই এই দুর্ঘটনা।
ঘটনায় উত্তেজিত মানুষ ট্রাকের চালককে নামিয়ে মারধর করে। চালককে ঘাটাল হাসপাতালে পাঠানো হয়েছে। এরপরই উত্তেজিত জনতা ক্ষীরপাই শ্রীনগর সড়ক অবরোধ করে।ঘন্টা দেড়েক চলে অবরোধ।ঘটনাস্থলে আসে চন্দ্রকোনা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










