২১ অক্টোবর ঘাটালের আনন্দমার্গ ধর্মপ্রচারক সংঘের প্রতিষ্ঠাতা প্রভাতরঞ্জন সরকারের ২৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ঘাটাল আনন্দমার্গ প্রাথমিক স্কুলে দুঃস্থ দের বস্ত্র বিতরণ ও প্রীতি ভোজের আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে আগত দুঃস্থদের বস্ত্রবিতরণ করা হয়। বহুবিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন উপস্থিত ছিলেন।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











