•দাসপুর থানার তাতারপুরে মাছ ধরা ঘুনি থেকে প্রকাণ্ড আকালের একটি কালো কেউটে সাপ উদ্ধার হল। ওই গ্রামের বিদেশ পোড়ে মাছ ধরার জন্য খালে ঘুনি রেখেছিলেন। সেখানেই কয়েক দিন অাগে ওই সাপটি ঢুকে পড়ে। কিন্তু এলাকার বাসিন্দারা ভয়ে সেই সাপটি বার করতে পারছিলেন না। ২৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে বন দপ্তরকে খবর দেওয়া হয়। বনদপ্তরের কর্মীরা ওই সাপটিকে উদ্ধার করেন। •ছবি পাঠিয়েছেন শিক্ষক প্রশান্ত গোস্বামী(কাদিলপুর)।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











