ওয়েব ডেস্ক,ঘাটাল:বৃষ্টি বাধা! কালীপুজো শেষ মানেই পরেরদিন থেকে ভাইফোঁটা অবধি রমরমা বাজার।
মাছ,মাংস,সবজি দোকানে ঠাঁই মেলা ভার।
কিন্তু কালীপুজোর রাত থেকে অকাল বৃষ্টি বাধ সেধেছে!
বুধবার সকাল থেকেই গোমড়া মুখ আকাশের। হাঁটু সমান জল বিভিন্ন বাজার এবং রাস্তায়।
সামনেই শীতের ভ্রুকুটি তার উপর এমন আবহাওয়া। মাথায় হাত ক্রেতা ও বিক্রেতাদের।
ছবিটি রাজনগর বাজারের।
বৃষ্টি বাধা! মাথায় হাত ব্যবসায়ীদের
By সৌমেন মিশ্র
Published on: November 7, 2018 । 9:47 AM












