এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পথ দুর্ঘটনার জেরে আবার উঠে এল চন্দ্রকোণা খেঁজুরডাঙার নাম,পথ অবরোধ করে চলল বিক্ষোভ

Published on: January 7, 2019 । 3:14 AM

রবিবার বিকেলে আবারও একটি পথ দুর্ঘটনায় চন্দ্রকোণার খেঁজুরডাঙার নাম উঠে এল সংবাদ মাধ্যমে। কিছুদিন আগেই এই জয়ন্তীপুর খেঁজুরডাঙায় ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ যায় ৫ জনের। রবিবার এক মারুতির ধাক্কায় আহত হন এক পথচারী।

চন্দ্রকোণার জয়ন্তীপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা! প্রাণ হারালেন বহু যাত্রী

পথচারী গুরুতর আহত না হলেও স্থানীয়রা জানান ওই এলাকায় নিয়মিত দুর্ঘটনা লেগেই আছে। কিন্তু ভ্রুক্ষেপ নাই যাত্রী সুরক্ষার। প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে এদিন এলাকাবাসীরা ঘাটাল-চন্দ্রকোণা রাজ্য সড়ক অবরোধ করে। তাদের দাবি অবিলম্বে ওই দুর্ঘটনা প্রবন এলাকা চিহ্নিত করে রাস্তায় হাম্প লাগাতে হবে।
পথ অবরোধের ফলে ওই সড়কের সমস্ত যান চলাচল স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখায় অবরোধকারীরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭