সিলিন্ডার ফেটে আগুন লাগলো শিশুমেলার ‘আনন্দ মেলার’ একটি স্টলে৷ বেলা ১টা নাগাদ শিশুমেলার ‘আনন্দ মেলা’য় একটি রান্না শেডে আগুন লাগে। সেখানে বিক্রেতারা তাঁদের নিজেদের খাবার রান্না করছিলেন। রান্নার গ্যাসের দুটি সিলিন্ডার ফেটে যায়। অস্থায়ী শেডটি পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। কোনও স্টলের ক্ষতি হয়নি। স্থানীয়রাই প্রথমে আগুন নেভাতে তৎপর হন৷অন্যান্য দিনের মতো মেলা স্বাভাবিক চলবে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)












