এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের জোত গৌরাঙ্গ প্রাথমিক বিদ্যালয়ে গতরাতে চুরি!

Published on: January 25, 2019 । 12:23 PM

দাসপুর থানায় প্রাথমিক বিদ্যালয়ে আবার চুরির ঘটনা ঘটল। নাড়াজোল-১ চক্রের জোতগৌরাঙ্গ প্রাথমিক বিদ্যালয়টিতে এই চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরভ ভট্টাচার্য বলেন,বিদ্যালয়ে এসে দেখি বিদ্যালয়ের অফিস কক্ষটির চাবি ঝুললেও দরজা খোলা। সন্দেহ হয়,ভেতরে ঢুকে দেখি সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড। ঠিক কী কী চুরি গেছে এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে টেবিলের ড্র‍য়ারে কয়েকশো টাকা ছিল আপাতত সেটাই পাচ্ছি না। পুলিসে খবর দিয়েছি। আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক অফিসেও ঘটনা জানালাম।
দাসপুর এলাকা শুধু নয় ঘাটাল মহকুমা জুড়েই চুরির ঘটনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। চুরি গুলির বেশির ভাগই বিদ্যালয় চুরি।

এই প্রাথমিক বিদ্যালয় চুরির পাশাপাশি দাসপুর ২ ব্লকের সোনাখালী উচ্চবিদ্যালয়েও চুরির খবর মিলেছে। বিস্তারিত আসছে।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭