এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুর থেকে কলকাতার নাবালিকা উদ্ধার

Published on: June 20, 2019 । 7:12 PM

•১৯জুন রাতে চাঁইপাটের ভিলেজ পুলিশ শেখ নাসিম এবং খেপুতের ভিলেজ পুলিশ সন্দীপ বেরা, কলকাতার দমদম থানার আইও এবং দাসপুর থানার পুলিশের প্রায় ৫ঘন্টার প্রচেষ্টায় কলকাতা থেকে ‘অপহৃত’ ওই নাবালিকাকে উদ্ধার করা হল। দাসপুরের খেপুত গ্রামের সুরজিৎ মেটে সোনার কাজ করেন কলকাতায়। সেখানেই এক স্কুল ছাত্রীকে প্রেম করে বিয়ে করে আনেন। যেহেতু মেয়ের বয়স ১৮ বছর হয়নি তাই মেয়ের বাবা সুরজিতের নামে অপহরণের মামলা করেন। ফলে সুরজিৎ লুকিয়েলুকিয়ে বেড়াতেন। গত রাতে কলকাতা থেকে পুলিশ এসে সুরজিতের তল্লাশি চালায়। পুলিশ এলাকায় এসেছে শুনে রাতেই বউকে নিয়ে তিনি পালিয়ে যান। ওই দুই ভিলেজ পুলিশের সহযোগিতায়  রাত ১টা নাগাদ জোৎঘনশ্যাম শ্যামচক থেকে তাঁদের উদ্ধার করা হয়।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad