এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ওভারলোডেড গাড়ি উল্টেগেল ঘাটালে

Published on: July 7, 2019 । 7:13 PM

শান্তনু মুখোপাধ্যায়: ধান বোঝাই লরি উল্টে গেল । আজ ৭ জুলাই বিকেলে ডিঙাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এভাবেই উল্টে যায়। তবে কেউই হতাহত হননি। এলাকার বাসিন্দাদের অভিযোগ, লরিটি ওভার লোডেড থাকার জন্য ওই বিপত্তি ঘটে। তাঁরা বলেন, গ্রামীণ রাস্তা দিয়ে ওভার লোডেড গাড়ি নিয়ন্ত্রণ করার ব্যাপারে বার প্রশাসনকে বলেও কোনও কাজ হয়নি। অবিলম্বে এনিয়ে পদক্ষেপ নেওয়া দরকার।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad