এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মাঝরাতে সাপের গর্জন, সকালে উঠে যা হল

Published on: July 13, 2019 । 7:33 AM

রাতের খাবার সেরে সবে ঘুম ধরেছে তরুন বাবুর। হঠাৎ ঘুম ভেঙে যায় এক ধরনের গর্জনে। ঘরের বাইরে থেকে আসছিল সে শব্দ। বাইরে বেরিয়ে দেখেন বাড়ির সামনে খুলে রাখা এক চেম্বারের মধ্য থেকে আসছে সে আওয়াজ। ভেতরে প্রকান্ড এক বিষধর সাপ। প্রাণপনে চেষ্টা চালিয়েও সে ওই গভীর গর্ত থেকে বেরিয়ে আসতে পারছে না।

ঘটনা দাসপুর থানার রাজনগর রামদেবপুর গ্রামের তরুন জানার বাড়ির। সাপটিকে উদ্ধারের জন্য পরদিন অর্থাৎ ১২ জুলাই সকালে তরুন বাবু বনদপ্তরে খবর দেন। পরে এক স্বেচ্ছাসেবী সংস্থা থেকে জীবনের ঝুঁকি নিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ছোটো হলেও এর অলিন্দে লুকিয়ে মস্ত এক তৃপ্তি। আমাদের ঘাটাল এলাকাবাসী আজ অনেক সচেতন। এমন একাধিক নজির আমরা পেয়েছি যেখানে এলাকাবাসী সাপ দেখে আতঙ্কিত না হয়ে সুযোগ থাকলে তা বনদপ্তরের হাতে তুলে দিয়েছেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭