নিজস্ব সংবাদদাতা: ঘাটাল থানার কোমরশা গ্রামের এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে গণ ধর্ষণ করে পালাল প্রতিবেশী দুই যুবক। বীরসিংহ বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রীর বাড়ি রাধানগর এলাকার কোমরশা গ্রামে। শুক্রবার(১৯ জুন ২০২০) সন্ধ্যায় ছাত্রীর বাড়িতে কেউ ছিল না। তাকে পাশের গোয়াল ঘরে টেনে নিয়ে গিয়ে দুই যুবক ধারাবাহিক ভাবে ধর্ষণ করে। ছাত্রীর চিৎকারে পড়শীরা বেরিয়ে পড়লে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।[•ছবিটি প্রতীকী, এই সংবাদের ছাত্রীটি নয়]

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











