এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

অস্বাভাবিক মৃত্যু দাসপুরের যুবকের

Published on: March 23, 2020 । 4:38 PM

অস্বাভাবিকভাবে মৃত্যু হল দাসপুর থানার সুরতপুর গ্রামের বছর ৩৪ এর এক তরতাজা যুবকের। আজ সোমবার যব কার্ডের কাজ সেরে দুপুর ১টা নাগাদ সুরতপুরের বিশ্বজিৎ মান্না বাড়ির সামনের পুকুরে স্নান করতে গেলে সেখানেই তাঁর জলে ডুবে মৃত্যু হয় বলে জানা গেছে।

বাড়ির ছেলের হঠাৎ এই অস্বাভাবিক মৃত্যুতে মান্না পরিবারে এখন শোকের ছায়া।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭