কোভিড পরিস্থিতিতেই পড়ুয়াদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কমল সামন্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল: করোনা পরিস্থিতিতেই ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থা করা হল। আজ ২৪ সেপ্টেম্বর বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি নাড়াজোল-২ চক্রের বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন, প্রবন্ধ লিখন এবং ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করে।  শিক্ষক সুব্রত কাপাস  জানান, বর্তমান  কভিড পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের একটা মুক্তির বাতাবরণ দিতে,খোলা শ্বাস নিতে আমরা  সমস্ত কোভিড বিধি মেনেই আজকের অফলাইন প্রতিযোগিতাগুলি করেছি। প্রশ্ন-উত্তর প্রতিযোগিতা পর্বে আমাদের সহযোগিতা করেছে দাসপুরের ‘কুইজ ও ম্যানিয়া ‘তাঁদের ধন‍্যবাদ জানাই। অন‍্যদিকে ‘কুইজ ও ম্যানিয়া’র অন্যতম সদস্য অমিতকুমার রায় বলেন, আজকের এই প্রতিযোগিতায় পরিচালনা করতে পেরে আমাদের খুব ভালো লাগছে।ষষ্ঠ-অষ্টম শ্রেণি পর্যন্ত এই প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা খুব ভালো পারফরম্যান্স করেছে।এই প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা উৎসাহ তৈরি করবে।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।