কোভিড পরিস্থিতিতেই পড়ুয়াদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কমল সামন্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল: করোনা পরিস্থিতিতেই ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থা করা হল। আজ ২৪ সেপ্টেম্বর বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি নাড়াজোল-২ চক্রের বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন, প্রবন্ধ লিখন এবং ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করে।  শিক্ষক সুব্রত কাপাস  জানান, বর্তমান  কভিড পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের একটা মুক্তির বাতাবরণ দিতে,খোলা শ্বাস নিতে আমরা  সমস্ত কোভিড বিধি মেনেই আজকের অফলাইন প্রতিযোগিতাগুলি করেছি। প্রশ্ন-উত্তর প্রতিযোগিতা পর্বে আমাদের সহযোগিতা করেছে দাসপুরের ‘কুইজ ও ম্যানিয়া ‘তাঁদের ধন‍্যবাদ জানাই। অন‍্যদিকে ‘কুইজ ও ম্যানিয়া’র অন্যতম সদস্য অমিতকুমার রায় বলেন, আজকের এই প্রতিযোগিতায় পরিচালনা করতে পেরে আমাদের খুব ভালো লাগছে।ষষ্ঠ-অষ্টম শ্রেণি পর্যন্ত এই প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা খুব ভালো পারফরম্যান্স করেছে।এই প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা উৎসাহ তৈরি করবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।